নিয়মাবলী

ব্লগিং আন্তর্জাল প্রকাশনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে ক্রমশঃ। তারপরেও, হাজারো ব্লগ সাইটের ভিড়ে বেজা শহর ব্লগ স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যে ভাস্বর, এটি হয়ে উঠেছে বৈজ্ঞানিক এবং যুক্তিবাদী আলোচনা এবং মতবিনিময়ের কেন্দ্র। আমরা আশা করছি আপনার সক্রিয় অংশগ্রহণ বেজা শহরের উদ্দেশ্য পূরণে সহায়ক হবে।

সদস্যপদ প্রসঙ্গে

১.১। বেজা শহর বাংলা ব্লগের উদ্দেশ্য যে কোনো ধরনের প্রগতিশীল, বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তাধারার সাথে সম্পর্কযুক্ত রচনাকে প্রাধান্য দেয়া। কাজেই এই ব্লগের সদস্য হতে হলে এবং এখানে লেখা প্রকাশ করতে হলে আপনাকে অবশ্যই বেজা শহরের উদ্দেশ্যের ব্যাপারটি মাথায় রাখতে হবে ।
১.২। বেজা শহর কো্নো চ্যাটরুম, ফোরাম, বন্ধুসভা কিংবা সোশ্যাল কমিউনিটি ব্লগের মত গল্পগুজবের স্থান নয়। এখানে বেজা শহরের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ (১.১ দ্রঃ) লেখা এবং তা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনাকে উৎসাহিত করা হয়।
১.৩। কোনো লেখা বা মন্তব্যের মধ্যে বেজা শহরের উদ্দেশ্যের পরিপন্থী কো্নো কিছুর আলামত পাওয়া গেলে, বেজাশহর কর্তৃপক্ষ আপনার সদস্যপদ পুনর্বিবেচনা কিংবা বাতিল করার অধিকার রাখে; এ ব্যাপারে বেজা শহর নির্বাহী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।
১.৪। বেজা শহর ব্লগে সরাসরি সদস্যপদ দেয়া হয় না। কেউ সদস্য হতে চাইলে তাকে বেজা শহর ব্লগে ক্রমাগত মন্তব্য করে যেতে হবে।  মন্তব্যের গুণাগুণ সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে নিয়ামক হিসেবে বিবেচিত হবে। মন্তব্যের গুণাগুণ বিবেচনায় পূর্নাঙ্গ লেখক হিসেবে সদস্যপদ দেয়া হলেই তিনি কারো হস্তক্ষেপ ছাড়া বেজা শহর ব্লগে লেখা প্রকাশ করতে পারবেন।
১.৫। তবে, সদস্য হলেও কারো লেখা সরাসরি প্রকাশিত নাও হতে পারে। কেবল পূর্নাঙ্গ লেখকেরাই বেজা শহর ব্লগে কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া লেখা প্রকাশ করতে পারবেন। পূর্নাঙ্গ লেখক ছাড়া অন্য সদস্যদের (যেমন, প্রদায়ক,গ্রাহক কিংবা সাধারণ পাঠক) ক্ষেত্রে কর্তৃপক্ষ যতদিন প্রয়োজন মনে করবেন ততদিন তাদের সকল লেখা এবং মন্তব্য মডারেটর প্যানেল এর রিভিউ এর মধ্য দিয়ে নিয়ে যাবেন। পূর্ণাঙ্গ লেখক ছাড়া অন্যদের কাছ থেকে আসা লেখা বেজা শহর সম্পাদকমন্ডলীদের কাছে প্রকাশযোগ্য বিবেচিত হলেই শুধু ব্লগে প্রকাশিত হতে পারবে। কো্নো লেখা যদি বেজা শহরের উদ্দেশ্য ও নীতিমালার সাথে সাংঘর্ষিক বিবেচিত হয় তাহলে সেটা প্রকাশ না করার সম্পূর্ণ অধিকার কর্তৃপক্ষের রয়েছে। আপনার সদস্যপদ যে কোন সময়ে পূর্ণাঙ্গ লেখক থেকে নামিয়ে প্রদায়ক কিংবা গ্রাহকে অবনমিত করার অধিকারও বেজা শহর সংরক্ষণ করে।
স্বচ্ছতা এবং সুবিধার প্রয়োজনে নীচে সদস্যদের বিভিন্ন স্তরের ব্যাখ্যা দেয়া হল –

পূর্নাঙ্গ লেখক : ব্লগে স্বাধীনভাবে নিজের লেখা প্রকাশ এবং সম্পাদনার অধিকার রাখেন। লেখকের মন্তব্য লগ ইন অবস্থায় করা হলে সরাসরি ব্লগে প্রকাশিত হয়।

প্রদায়ক : ব্লগে লেখা পোস্ট করতে পারবেন কিন্তু তা ব্লগের পাতায় প্রকাশের জন্য মডারেটরের অনুমোদন লাগবে। প্রদায়কের মন্তব্য লগ ইন অবস্থায় করা হলে সরাসরি ব্লগে প্রকাশিত হয়।

গ্রাহক : শুধুমাত্র লেখা পড়তে পারবেন, লেখা পাঠানোর জন্য তাকে মডারটরকে ই-মেইল করতে হবে (১.৭ দ্রঃ)। তবে তিনি ব্লগে নিজের প্রোফাইল আপডেট এবং সম্পাদনা করতে পারবেন। গ্রাহকের মন্তব্য লগ ইন অবস্থায় করা হলেও সরাসরি ব্লগে প্রকাশিত হয়না, এডমিনের অনুমোদন লাগে।